Posts

Showing posts from April, 2024

আজ হালিশহরের সর্বোচ্চ তাপমাত্রা কত ?

Image
  Khabar Time, Admin Halisahar: আজ শনিবার আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, কলকাতার পর তৃতীয় স্থানে হালিশহরের তাপমাত্রা সর্বোচ্চ।  42° ডিগ্রি তাপমাত্রা ছড়ালো হালিশহর ও কাঁচরাপাড়া অংশে।  এই তীব্র গরম রুখতে বাড়ির বাইরে কেউ বেরোবেন না এবং বারে বারে ঠান্ডা জলে স্নান করবেন। নিয়মিত নুন চিনির জল খেলে আপনার শরীর থেকে জলের ঘাটতি পূরণ হবে। 

আজকে ঘোষণা হলো এ বছরের গরমের ছুটি এগিয়ে এলো, বিস্তারিত জানুন

Image
  Khabar Time, Admin West Bengal : পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর দ্বারা আজ ঘোষণা হল এবছরের গরমের ছুটি ২২ এপ্রিল থেকে শুরু হবে। আগামী দেড় মাস এই ছুটি থাকবে।  পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর আজকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর দ্বারা ঘোষিত হল এ বছরের গরমের ছুটি বাইশে এপ্রিল থেকে শুরু হবে এবং আগামী দেড় মাস এটি থাকবে। এই লোকসভা ভোটের কে কেন্দ্র করেই ছুটি বাড়ানোর চেষ্টা এবং গরমের যে দাবদাহ এর ফলে বহু ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে। তাই তাই মুখ্যমন্ত্রী গতকাল এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন, তারপর শ্রুতি আজকেই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তার অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে গরমের ছুটি ২২ এপ্রিল থেকে শুরু হবে তা ঘোষণা করে ফেলে। রাজ্যের অন্যান্য বেসরকারি স্কুলগুলিতেও নোটিশ পাঠানো হয়েছে এই প্রবল গরমের দাবদাহের জন্য গরমের ছুটি এগিয়ে যাওয়ার জন্য। এমনকি কেন্দ্রীয় স্কুলগুলিতেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই দেড় মাস গরমের ছুটিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় খামতি দেখা দিতে পারে, তাই রাজ্য সরকার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জানান গরমের ছুটি পরবর্তীকালে বাড়তি পঠন-পাঠনের ব্যবস্থা করে সেই খামতি মেটাতে হবে।

Breaking News: মাত্র ২৭ বছর বয়সেই সব শেষ

Image
  Khabar Time, Admin Rantman Death News: প্রয়াত হল জনপ্রিয় ইউটিউবার অগ্রদ্বীপ সাহা। মাত্র ২৭ বছর বয়সেই সব শেষ।  YouTuber Abhradeep Saha প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা ( Abhradeep Saha ) । 'Angry Rantman' বলেই এই ফুটবল এবং ফিল্ম কমেন্টেটরকে এক ডাকে সবাই চেনেন। মাত্র ২৭ বছর বয়সেই চলে গেলেন তিনি। সকাল ১০ টা ১৮ মিনিটে চির ঘুমের দেশে পাড়ি দেন এই তরুণ ইউটিউবার।  তাঁর অফিশিয়ার পেজ থেকেই এই খবরটি জানানো হয়েছে। 

দহন জ্বালা নিয়ে আসছে বৈশাখ, ৩দিনে ৫ডিগ্রি পর্যন্ত পাড়বে তাপমাত্রা, বিস্তারিত জানুন

Image
  Khabar Time, Admin Kolkata: আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, এই বৈশাখ মাসেই তিন দিনে পাঁচ ডিগ্রি পর্যন্ত পারদ বাড়বে। অর্থাৎ দক্ষিণ বঙ্গ থেকে উত্তরবঙ্গ এ কোন নিম্ন চাপের সম্ভাবনা নেই তার পাশাপাশি গরমের যে পূর্বাভাস তা ক্রমে বেড়েই চলবে। এতে অস্বস্তিতে পড়বে সাধারণ জনতা। এই নিয়ে তৎপর হয়ে গেছে রাজ্য সরকার তাই বিভিন্ন জেলায় আগের থেকেই হলুদ সর্তকতা জারি করছে প্রশাসন। এমনকি বাঁকুড়া, বীরভূম সহ বেশ কিছু জেলায় লাল সর্তকতা জারি করবে প্রশাসন।

তাহলে কি ভয় পাচ্ছে "Dictator" বিস্তারিত পড়ুন

Image
Khabar Time, Admin Khabar Time, YouTube: ধ্রুব রাঠী হলেন একজন ভারতীয় ইউটিউবার, ভ্লগার এবং সামাজিক মাধ্যম কর্মী। তিনি সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়ে তার ইউটিউব ভিডিওগুলির জন্য পরিচিত। এপ্রিল ২০২৪ পর্যন্ত, সমস্ত চ্যানেল জুড়ে তার প্রায় ১৪.৬ মিলিয়ন গ্রাহক এবং ২.৭ বিলিয়ন মোট ভিডিও ভিউ রয়েছে।  Dictator প্রসঙ্গ 2 March, 2024 Dhruv Rathee ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট হয়েছিল "DICTATORSHIP CONFIRMED" নামে। ওই ভিডিওটাতে Dhruv Rathee দেখিয়েছিল কিভাবে রাশিয়া ও নর্থ কোরিয়ার গণতন্ত্র নয় সেখানে যে একজন শাসকের দ্বারা পরিচালিত সরকার যা একনায়কতন্ত্র লক্ষণীয় সেটি আমাদের দেশে ক্রমাগত লক্ষ করা যাচ্ছে। কিভাবে Dictatorship দেখা দিচ্ছে ?  15 March, 2024 যখন দেশের প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের দুইজন কমিশনারকে সরিয়ে দিয়ে দুজন নতুন কমিশনার গণেশ কুমার ও সুক্ষবীর সিং সাধু কে নিয়োগ করেন যারা তার আগেই অবসরপ্রাপ্ত হয়েছিলেন।  অপরদিকে ২৯ মার্চ কংগ্রেসের তরফে ব্যাংক একাউন্ট বন্ধ করে দিয়ে ইনকাম ট্যাক্স দ্বারা ১,৭০০ কোটি টাকা রেড করা হয়। শুধু এও নয় স্বাধীন ভারতবর্ষে প্রথম কোনো

লোকসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক ব্যানার্জি

Image
Khabar Time, Admin Loksabha Election News: তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতা অভিষেক ব্যানার্জি বুধবার বিজেপিকে কটাক্ষ করেছেন এবং বলেছেন, "যে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা আসনের জন্য সেরা প্রার্থীরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর পরিচালক হবেন বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।" তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আমন্ত্রণ জানান, কিন্তু বিজেপি এখনও পর্যন্ত কোনো প্রার্থী খুজে পায়নি।  কলকাতায় রাজভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, "আমি মনে করি ডায়মন্ড হারবার আসনের জন্য বিজেপির সেরা প্রার্থী হবেন ইডি, সিবিআই বা এনআইএ-র পরিচালক৷ এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে করতে পারেন। এটি একটি গণতান্ত্রিক দেশ। প্রতিটি দল ও ব্যক্তির অধিকার আছে যেখান থেকে ইচ্ছা প্রতিদ্বন্দ্বিতা করার।" "বিজেপি যে কতটা বিচলিত তার প্রমাণ এটাই তারা ডায়মন্ড হারবারের বিরুদ্ধে অভিযোগ করছে। তারা ডায়মন্ড হারবা

কি করলে রেস্টুরেন্ট বিলে ২০% ছাড় মিলবে, বিশদে জানুন

Image
  Khabar Time, Admin Deradun: উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কেউ ভোট দিলেই তাঁর রেস্তোরাঁর বিলে ২০ শতাংশ ছাড় দেওয়া হবে। উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের অধীনে থাকা সমস্ত হোটেল ও রেস্তোরাঁতেই এই অফার পাওয়া যাবে। এই ছাড় পাওয়া যাবে ভোট গ্রহণের পর, অর্থাৎ ১৯ এপ্রিল বিকেল থেকে ২০ এপ্রিল অবধি। রেস্তোরাঁর বিলে কোন ভারতীয় নাগরিকের ২০ শতাংশ ছাড়ে সেই ব্যক্তির আঙুলে ভোটদানের ছাপ থাকতে হবে। সূত্রে জানা যায়, উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন ও নির্বাচন কমিশন একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্যের ভোট শতাংশ বাড়ানোর উদ্দেশ্যেই এই অফার দেওয়া হয়েছে। মুখ্য ইলেকটোরাল অফিসার বিজয় কুমাক যোগদান্দে এই বিষয়ে বলেছেন, “রাজ্যে ভোট শতাংশ বাড়াতে একাধিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। উত্তরাখণ্ড হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন এই প্রস্তাবনা এনেছিল এবং নির্বাচন কমিশন এতে রাজি হয়েছে।”

BJP কি অভিষেকে ভয় পাচ্ছে, তাহলে কবে দেবে প্রার্থী ?

Image
Khabar Time, Admin West Bengal : রাজ্যে লোকসভা নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে ৪১ টি আসনে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দিয়ে ফেলেছে।  তাহলে অপেক্ষা কেন ডায়মন্ড হারবার কেন্দ্রকে নিয়ে ?  তৃণমূল কংগ্রেস তথা শাসক দল 10 ই মার্চ ব্রিগেডের জনগণ সভা থেকে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের জন্য ৪২ টি আসনের লড়াইয়ের প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন। অন্যদিকে বিজেপিও ৪১ টি আসনে প্রার্থী দিয়েছে কিন্তু ডায়মন্ড হারবার কে নিয়ে জল্পনা তুঙ্গে।  কারণ শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস দ্বিতীয় মুখ হয়ে উঠেছে অভিষেক ব্যানার্জি যিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী। তাই তার বিরুদ্ধে কোন শক্তিশালী প্রার্থী দিতে চলেছে বিজেপি সেই নিয়ে বিজেপির অন্দরমহলে হচ্ছে আলোচনা। 

আজকে রাজ্যে পেট্রোলের দাম কি কমলো ? বিস্তারিতভাবে জানুন

Image
Khabar Time, Admin Khabar Time: কলকাতায় আজকের পেট্রোলের দাম দাঁড়াচ্ছে 103.94 প্রতি লিটার। গতকালের তুলনায় পেট্রোলের দামে কোনো পরিবর্তন নেই। গত ১ মাসে কলকাতায় পেট্রোলের দাম ওঠানামা করছে 7.5 টাকা । 106.03 টাকা থেকে 103.94 টাকা হয়েছে।  কেন্দ্রীয় সরকারের দ্বারা কর হ্রাস হওয়ার পরেও রাজ্যের কর বৃদ্ধির জন্যই পেট্রোলের দাম এত উঠানা নামা।  আপনি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আজকের পেট্রোলের দামগুলিও দেখতে পারেন যা ইতিমধ্যেই রাজ্যের কর অন্তর্ভুক্ত করা হয়েছে।  Petrol Price in West Bengal City/District Price Change Alipurduar 105.21 ₹/L 0.48 Bankura 104.20 ₹/L 0.43 Birbhum 104.52 ₹/L 0.08 Cooch Bihar 104.26 ₹/L 0.44 Dakshin Dinajpur 104.40 ₹/L 0.38 Darjeeling 103.69 ₹/L 0.10 Hooghly 104.27 ₹/L 0.04 Howrah 103.94 ₹/L 0.00 Jalpaiguri 104.06 ₹/L 0.31 Jhargram 104.66 ₹/L 0.14 Kalimpong 103.90 ₹/L 0.00 Kolkata 103.94 ₹/L 0.00 Malda

কলকাতা শহরে বে-আইনি নির্মাতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন ফিরাদ হাকিম

Image
Khabar Time, Admin "এনাফ ইজ এনাফ। বে-আইনি নির্মানের দিন শেষ" এমনই কড়া হুমকি দিলেন মেয়র ফিরাদ হাকিম Kolkata: বেআইনি নির্মাণে জিরো টলারেন্স কলকাতা পুরসভার। সোমবার কলকাতা পুরসভার কাউন্সিল চেম্বারে জরুরী বৈঠকে বসেন পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে ফিরাদ হাকিম।  "এনাফ ইজ এনাফ। বেআইনি নির্মাণের দিন শেষ। বেআইনি নির্মাণ করে যারা কলকাতাতে নষ্ট করছে তাদের দিন শেষ।" - কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বেআইনি নির্মাণের প্রোমোটারদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন ফিরহাদ হাকিম।বিল্ডিং বিভাগের আধিকারিকদের প্রতি বার্তা দিলেন, "নজর রাখুন কোথায় এলবিএস রা রেজিগনেশন দিচ্ছে। সেই বিল্ডিং এর গায়ে বড় করে লিখে দিন বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড । "ডোন্ট গো বিফোর এনি প্রেসার। কোনো চাপের কাছে নতি স্বীকার নয়। কোন রাজনৈতিক নেতা কিংবা এমপি, কাউন্সিলরের চাপের কাছে মাথা নত করবেন না কেএমসি একটি অনুযায়ী কাজ করবেন। কেউ কোন চাপ দিলে বলবেন," মেয়র ফিরাদ হাকিম।  22 মার্চ, গার্ডেনরিচের বহুতল পাশাপাশি লাগানো বাড়ির বিধ্বংসী হয়ে যাওয়ার ঘটনার জেরে কলকাতা

কলকাতা শহরে দেখা গেল বলিউডের বিখ্যাত তারকাকে, বিস্তারিত জানতে পড়ুন

Image
Khabar Time, Admin Kolkata: বুধবার সকালে শহরে শ্যুটিং করতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। ভোরবেলায় তাকে হাওড়া ব্রিজে ‘ভুলভুলাইয়া ৩’-এর সিক্যুয়েন্সের শ্যুটিং করতে দেখা যায়।  Kartik Ariyan at Howrah Bridge সোমবার রাতের দিকে কলকাতায় পা রেখেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। আগামী ছবি ‘ভুলভুলাইয়া ৩’-এর শ্যুটিংয়ের জন্য শহরে এলেন। ‘ভুলভুলাইয়া ৩’ ছবির প্রথম শিডিউলের শ্যুটিং সম্প্রতি শেষ হয়েছে। ছবির একটা বড় অংশের শ্যুটিং করতে কলকাতায় এসেছেন তিনি। 'ভুলভুলাইয়া ৩' -এর শ্যুটিং : কার্তিকের আগেই শহরে এসে পৌঁছান এই ছবির পরিচালক আনিস বাজমি। মঙ্গলবার শহরের বেশ কিছু লোকেশন রেইকি করতে দেখা গিয়েছে পরিচালককে। মঙ্গলবার ভোরে হাওড়া ব্রিজের উপর শ্যুটিং করেছেন কার্তিক। পরনে কালো শার্ট-প্যান্ট। মাথায় কালো ব্যান্ডানা। এই সাজে পুরনো ধাঁচের বাইক চালাচ্ছেন কার্তিক আরিয়ান। কেরিয়ারে বসে রয়েছে কার্তিকের বডি ডাবল। । সূত্রে খবর, দিন তিনেকের শ্যুটিং হবে কলকাতায়। ‘ভুল ভুলাইয়া’ এবং ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমত ঝড় উঠেছিল। দারুণ সাড়া পেয়েছে 'Horror Comedy' ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির ছ

দেশজুড়ে বাড়ছে গরমের দাপট, জেনে নিন কি করবেন

Image
Khabar Time, Admin New Delhi: আবহাওয়া দফতরের প্রকাশিত টুইট থেকে জানা গেছে, গুজরাটের রাজকোটে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.১ ডিগ্ৰি, বারোদায় ৪০.৪ ডিগ্রি। পশ্চিম মধ্যপ্রদেশের রতলামে মঙ্গলবার ছিল ৪১ ডিগ্রি তাপমাত্রা আর শিবপুরীতে ছিল ৪০ ডিগ্রি। পশ্চিম রাজস্থানে সবচেয়ে বেশি গরম পড়েছিল ফালোদিতে (৪১.৪)। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৪০.৬, বারাণসীতে ৪০.১ ও ঝাঁসিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি। মধ্য মহারাষ্ট্রের জেউর তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রিতে। যা দেশের মধ্যে ছিল সর্বোচ্চ। আর সোলাপুরে ৪০.২ এবং মালেগাঁও-তে ছিল ৪১.৬ ডিগ্রি। রায়ালসীমা এলাকার নন্দীয়ালে তাপমাত্রা ছিল ৪০.২ আর অনন্তপুরে ছিল ৪০.৩। তামিলনাড়ুর মধ্যে শুধু তিরুপাত্তুরে তাপমাত্রা পৌঁছেছিল ৪১.৬ ডিগ্রিতে। অন্যদিকে কেরলের পালাক্কাদে তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি। দেশের বিভিন্ন জায়গায় গরমের ফলে প্রচণ্ড অস্বস্তিতে পড়তে হয়েছে মানুষকে। অনেকে অসুস্থও হয়ে পড়েছেন।  ভারতের খরা প্রবণ অঞ্চল, রাজস্থান ( সৌজন্যে: khabar time)  এভাবে চলতে থাকলে চলতি মাসেই দেশের বহু জায়গায় খরার প্রবণতা বৃদ্ধি পাবে। সাধারণত কয়লা খনি থেকে কিংবা বিদ্যুৎ কেন্দ্র থেকে নি

এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ কী আগামী মাসেই হবে ? দেখে নিন মধ্যশিক্ষা পর্ষদ কি বলল,

Image
Khabar Time, Admin West Bengal: ২০২৪ সালের মাধ্যমিকের ফল কি প্রকাশিত হতে চলেছে আগামী ২০ এপ্রিল ?  এই প্রশ্ন নিয়ে আপাতত আলোচনা তুঙ্গে। মধ্যশিক্ষা পর্ষদ বিষয়ে সরকারিভাবে কিছু দিন বাদে জানাবে। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ 2024, Khabar Time মধ্যশিক্ষা পর্ষদ:   ২০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬৮ দিনের মাথায় পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন। মাধ্যমিক শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় গত বছর ফল প্রকাশিত হয়। এবার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে হওয়ায় রেজাল্ট প্রকাশের সময়সীমা কম হতে পারে, সূত্রে খবর।  লোকসভা নির্বাচনের জন্য চলতি বছর এগিয়ে নিয়ে আসা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। আবার পরীক্ষার ফল প্রকাশের সময় পর্ষদকে মাথায় রাখতে হচ্ছে লোকসভা নির্বাচনের বিষয়টি। পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। তারপর পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ রয়েছে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। প্রথম দুদফার মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তবে সরকারিভাবে দিনক্ষণ এখনো জানানো হয়নি। WBBSE Madhyamik Exam Result

কাঁকিনাড়ায় এক গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেখানো হয়

Image
Khabar Time, Admin Barrackpor: কাঁকিনাড়ার রথতলায় গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ।  গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ভাটপাড়া থানার কাঁকিনাড়া রথতলা কবরস্থান মাঠ এলাকার বৃহস্পতিবার সকালের ঘটনা। মৃতের নাম শ্রেয়া মুখার্জি ২১ বছর বয়়স। মৃতের বাপের বাড়ি কলকাতার যাদবপুরে। যদিও আগে তারা হুগলীর ব্যান্ডেলে থাকতেন। এদিন বেলায় ভাটপাড়া থানার পুলিশ মৃতার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত্ স্ত্রী ও তার স্বামী   মৃতার আত্মীয়া শ্যামলী সাহা জানান, ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি দেখাশুনা করেই শ্রেয়ার সঙ্গে রথতলা কবরস্থান এলাকার বাসিন্দা বেসরকারি ব্যাঙ্কের কর্মচারী শুভম মুখার্জির বিবাহ হয়। বিয়ের তিন মাস বাদেই নানাবিধ কারনে মুখার্জি পরিবারে অশান্তি শুরু হয়। শ্যামলী দেবীর দাবি, এদিন সকালেও অশান্তি হয়। ঝামেলার পর মৃতার শ্বশুর-শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর শ্রেয়ার স্বামী অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। স্বামীকে ফোনে জানিয়েই শ্রেয়া আত্মঘাতী হয়। শ্যামলী দেবীর অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচারেই শ্রেয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাত

Breaking News: ট্রেনের ছাদে চিরতরে ঘুমিয়ে পড়লেন এক যাত্রী

Image
Khabar Time, Admin     New Delhi: অনলাইনে হাজারো সুবিধা থাকলেও এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া এখনও দুষ্কর। আর ট্রেনের টিকিট না পেয়ে এক দুঃসাহসিক কান্ড ঘটালেন এক ব্যক্তি। যার জেরে গ্রেফতারও হতে হয়েছে তাঁকে। মেলেনি টিকিট, এক্সপ্রেস ট্রেনের ছাদে ঘুমিয়ে যাত্রা দিলীপের। Humsafar Express Train, New Delhi (নিজস্ব তোলা ছবি) Humsafar Express Train News: হামসফর এক্সপ্রেস প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে রেল ট্র্যাকে ছুটে চলে। সেই প্রবল গতির ট্রেনে ছাদে শুয়ে অতক্ষণ যাত্রা করাকে চরম বিপদজনক বলেছেন যাত্রীরাও। 

২০ বছরেও এমন সূর্যগ্রহণ দেখা যাবে না

Image
Khabar Time, Admin Full Solar Eclipse 2024: শুরু হয়ে গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯ টা ১২ মিনিট ৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে। চলবে সোমবার (ইংরেজি মতে মঙ্গলবার) রাত ২ টো ২২ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত। সোমবার, 8ই এপ্রিল, 2024  -এর সূর্যগ্রহণ ছিল উত্তর আমেরিকার কিছু অংশ, মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত প্রসারিত এবং সংলগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে একটি ব্যান্ডের মধ্যে দৃশ্যমান একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ। একটি সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায়, যার ফলে পৃথিবীর দর্শকদের জন্য সূর্যের চিত্রটি অস্পষ্ট হয়। যে সব ভারতীয়রা অনলাইনে সূর্যগ্রহণ দেখতে ইচ্ছুক, তাঁরা বিস্ময়কর এই ঘটনার লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন। এ জন্য নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংকে যেতে পারেন। সেখান থেকেই দেখতে পারেন এই দৃশ্য। ভারতের আকাশে সূর্যাস্ত হয়েছে অনেক আগেই। ফলে এখান থেকে এই গ্রহণ দেখা যাবে না। https://youtu.be/2MJY_ptQW1o

আজকে পেট্রোলের দাম কত ? ভোট পর্যন্ত একই থাকবে সারা দেশে ?

Image
Khabar Time, Admin INDIA: কেন্দ্রের নির্দেশে ভোট পর্যন্ত রাজ্যে পেট্রোলের দাম একই থাকবে।  কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯০.৭৬টাকা দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৪.২৭ টাকা, ডিজেল লিটার প্রতি দাম ৮৯.৬২টাকা মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.২১ টাকা, ডিজেল লিটার প্রতি দাম ৯২.১৫ টাকা চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০০.৮৫ টাকা। ডিজেল লিটার প্রতি দাম ৯২.৭৬টাকা বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬.৯৫ টাকা। ডিজেল লিটার প্রতি দাম ৯৯.৮৪টাকা

সিঙ্ারার ভিতরে পাওয়া গেল গরুর মাংস

Image
Khabar Time, Admin  Gujarat: গুজরাটের এক মিষ্টির দোকানে সিঙাড়ার আলুর পুরে পাওয়া গেল   গরুর মাংস (Cow Meat) ।  গুজরাটের একটি মিষ্টির দোকানের বিক্রেতা কাউকে না জানিয়েই সিঙাড়ার পুরের ভিতর গরুর মাংস দিয়ে বিক্রি করে। শহরবাসীরা জানতে পারায় তার উপর গণপিটুনি হয়। 

প্লেন থেকে হঠাৎ ঊর্ধ্ব স্বরে চিৎকার, কেন এমন ঘটনা ঘটলো ?

Image
Khabar Time, Admin Kolkata Airport: রবিবার সন্ধ্যা তখন প্রায় ৭টা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আইএক্স ১১২৯ বিমানটি হায়দরাবাদের উদ্দেশে উড়ান নেওয়ার জন্য প্রস্তুত। বিমানে ১৭৪ জন যাত্রী, ৬ জন কেবিন ক্রু। তাঁদের নিয়ে রানওয়ের দিকে যাচ্ছিল বিমান। ঠিক সেই সময় ২৮এ সিটে বসা এক যাত্রী শশী কুমার হঠাৎই চিৎকার শুরু করেন।  নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিজস্ব তোলা ছবি এত জোরে চিৎকার করছিলেন সেই আওয়াজ ককপিটে পর্যন্ত পৌঁছে যায়। পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে ট্যাক্সিবেতে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায়। সেই মতো অনুমতি পাওয়ায় ২৪ নম্বর বে-তে বিমানটিকে নিয়ে যাওয়া হয়।  এরপরই ছুটে আসেন বিমানবন্দরে কর্মরত চিকিৎসকরা। তাঁরা জানান, হঠাৎ উদ্বেগর কারণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। অস্বাভাবিক আচরণ করতে থাকেন। শশীকে বিমানে তুলে দিতে তাঁর ভাই এসেছিলেন বিমানবন্দরে। তিনিই তাঁকে নিয়ে ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে যান। এরপর রাত ৮টা ৫০ নাগাদ ১৭৩ জন যাত্রী নিয়ে বিমানটি হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয়।

গতকালের ISL ম্যাচ: ইস্টবেঙ্গল ২ vs ১ বেঙ্গালুরু, আবারও ময়দানে লাল হলুদ তার খেলা দেখালো

Image
Khabar Time, Admin West Bengal: শুরুর দিকে ১ গোল দেয় কিন্তু লাল-হলুদ দল ইস্টবেঙ্গল হার মানেনি, ক্রমে তারাও দেখিয়ে দেয় চ্যাম্পিয়নশিপটা আমরাও জিততে পারি ! অনবরত একটা গোল দেওয়ার পর আরও একটা গোল অন্তিমে আজকের বিজয়ী দল হল ইস্টবেঙ্গল।

এবার ব্যারাকপুরের মাটিতে বিশিষ্ট অভিনেতা হলেন ভোট-প্রার্থী!

Image
Khabar Time, Admin Barrackpor: অভিনেতা দেবদূত ঘোষ ব্যারাকপুরের মাটিতে লোকসভাকেন্দ্রের সিপিআইএম প্রার্থী হলেন।  5 ই এপ্রিল সন্ধেবেলায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য কমরেডরা একত্রিত হয়ে সাংবাদিক বৈঠক করলেন। সেখানে CPI(M) -এর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিনেতা দেবদূত ঘোষের নাম ঘোষিত হয়।  তারপর গতকাল তারকা প্রার্থীকে ভোট প্রচারে সাধারণ মানুষদের মধ্যে মিশে থাকতে দেখা যায়। নজর রাখুন পরবর্তী খবরের জন্য,                                                                                                              Khabar Time by Admin