আজকে ঘোষণা হলো এ বছরের গরমের ছুটি এগিয়ে এলো, বিস্তারিত জানুন

 Khabar Time, Admin

West Bengal: পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর দ্বারা আজ ঘোষণা হল এবছরের গরমের ছুটি ২২ এপ্রিল থেকে শুরু হবে। আগামী দেড় মাস এই ছুটি থাকবে। 


গরমের ছুটি ঘোষণা হল
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর

আজকে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর দ্বারা ঘোষিত হল এ বছরের গরমের ছুটি বাইশে এপ্রিল থেকে শুরু হবে এবং আগামী দেড় মাস এটি থাকবে। এই লোকসভা ভোটের কে কেন্দ্র করেই ছুটি বাড়ানোর চেষ্টা এবং গরমের যে দাবদাহ এর ফলে বহু ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়ছে। তাই তাই মুখ্যমন্ত্রী গতকাল এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন, তারপর শ্রুতি আজকেই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তার অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে গরমের ছুটি ২২ এপ্রিল থেকে শুরু হবে তা ঘোষণা করে ফেলে। রাজ্যের অন্যান্য বেসরকারি স্কুলগুলিতেও নোটিশ পাঠানো হয়েছে এই প্রবল গরমের দাবদাহের জন্য গরমের ছুটি এগিয়ে যাওয়ার জন্য। এমনকি কেন্দ্রীয় স্কুলগুলিতেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই দেড় মাস গরমের ছুটিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় খামতি দেখা দিতে পারে, তাই রাজ্য সরকার স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জানান গরমের ছুটি পরবর্তীকালে বাড়তি পঠন-পাঠনের ব্যবস্থা করে সেই খামতি মেটাতে হবে।

Comments

Popular posts from this blog

এবার প্রভাসের সাথে খলচরিত্রে কোরিয়ান তারকা মা ডং সিউক

মঙ্গলবারেই খুলছে কলেজে ভর্তির পোর্টাল

ভারতে আশ্রয় শেখ হাসিনার, কবে যাচ্ছেন লন্ডন ?