প্লেন থেকে হঠাৎ ঊর্ধ্ব স্বরে চিৎকার, কেন এমন ঘটনা ঘটলো ?

Khabar Time, Admin

Kolkata Airport: রবিবার সন্ধ্যা তখন প্রায় ৭টা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আইএক্স ১১২৯ বিমানটি হায়দরাবাদের উদ্দেশে উড়ান নেওয়ার জন্য প্রস্তুত। বিমানে ১৭৪ জন যাত্রী, ৬ জন কেবিন ক্রু। তাঁদের নিয়ে রানওয়ের দিকে যাচ্ছিল বিমান। ঠিক সেই সময় ২৮এ সিটে বসা এক যাত্রী শশী কুমার হঠাৎই চিৎকার শুরু করেন। 

Air India, Dum Dum Airport
নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিজস্ব তোলা ছবি

এত জোরে চিৎকার করছিলেন সেই আওয়াজ ককপিটে পর্যন্ত পৌঁছে যায়। পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে বিমানটিকে ট্যাক্সিবেতে ফিরে যাওয়ার জন্য অনুমতি চায়। সেই মতো অনুমতি পাওয়ায় ২৪ নম্বর বে-তে বিমানটিকে নিয়ে যাওয়া হয়। 


Air India - Passenger room - Dum Dum Airport

এরপরই ছুটে আসেন বিমানবন্দরে কর্মরত চিকিৎসকরা। তাঁরা জানান, হঠাৎ উদ্বেগর কারণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। অস্বাভাবিক আচরণ করতে থাকেন। শশীকে বিমানে তুলে দিতে তাঁর ভাই এসেছিলেন বিমানবন্দরে। তিনিই তাঁকে নিয়ে ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে যান। এরপর রাত ৮টা ৫০ নাগাদ ১৭৩ জন যাত্রী নিয়ে বিমানটি হায়দরাবাদের উদ্দেশে রওনা দেয়।

Comments

Popular posts from this blog

এবার প্রভাসের সাথে খলচরিত্রে কোরিয়ান তারকা মা ডং সিউক

মঙ্গলবারেই খুলছে কলেজে ভর্তির পোর্টাল

ভারতে আশ্রয় শেখ হাসিনার, কবে যাচ্ছেন লন্ডন ?