তাহলে কি ভয় পাচ্ছে "Dictator" বিস্তারিত পড়ুন

Khabar Time, Admin

Khabar Time, YouTube: ধ্রুব রাঠী হলেন একজন ভারতীয় ইউটিউবার, ভ্লগার এবং সামাজিক মাধ্যম কর্মী। তিনি সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশগত বিষয়ে তার ইউটিউব ভিডিওগুলির জন্য পরিচিত। এপ্রিল ২০২৪ পর্যন্ত, সমস্ত চ্যানেল জুড়ে তার প্রায় ১৪.৬ মিলিয়ন গ্রাহক এবং ২.৭ বিলিয়ন মোট ভিডিও ভিউ রয়েছে। 



Dictator প্রসঙ্গ

2 March, 2024 Dhruv Rathee ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট হয়েছিল "DICTATORSHIP CONFIRMED" নামে। ওই ভিডিওটাতে Dhruv Rathee দেখিয়েছিল কিভাবে রাশিয়া ও নর্থ কোরিয়ার গণতন্ত্র নয় সেখানে যে একজন শাসকের দ্বারা পরিচালিত সরকার যা একনায়কতন্ত্র লক্ষণীয় সেটি আমাদের দেশে ক্রমাগত লক্ষ করা যাচ্ছে।


কিভাবে Dictatorship দেখা দিচ্ছে ? 


15 March, 2024 যখন দেশের প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের দুইজন কমিশনারকে সরিয়ে দিয়ে দুজন নতুন কমিশনার গণেশ কুমার ও সুক্ষবীর সিং সাধু কে নিয়োগ করেন যারা তার আগেই অবসরপ্রাপ্ত হয়েছিলেন। 

অপরদিকে ২৯ মার্চ কংগ্রেসের তরফে ব্যাংক একাউন্ট বন্ধ করে দিয়ে ইনকাম ট্যাক্স দ্বারা ১,৭০০ কোটি টাকা রেড করা হয়। শুধু এও নয় স্বাধীন ভারতবর্ষে প্রথম কোনো ক্ষমতায় আসিন মুখ্যমন্ত্রীকে ইডি দ্বারা নোটিশ করা কোন জুলুমের কেস না দিয়ে গ্রেফতার করা হয়। 

19 March, 2024 দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়ালকে বিনা ইডি নোটিশে সিবিআই দ্বারা কোর্টে না তুলে গ্রেপ্তার করা হয়।

যে মিথ্যা অভিযোগ করা হয় ইলেকট্রোলার বন্ড কোম্পানি অর্থাৎ শরৎচন্দ্র রেড্ডি র যে কোম্পানি থেকে টাকা লেনদেন করা হয়। কিন্তু কমিউনিস্ট পার্টি দ্বারা প্রেস কনফারেন্সে সোজাসুজি দেখিয়ে দেওয়া হয় শরৎচন্দ্র রেড্ডির কোম্পানির দ্বারা যে অর্থ পুরোপুরি ৩০০ কোটি টাকা বিজেপির ব্যাংক একাউন্টে পাঠানো হয়। 

দিল্লির মুখ্যমন্ত্রী কে বহুবার ইডি দ্বারা ডাক পাঠানো হয় কিন্তু তিনি এগুলিকে বেআইনি বলে আখ্যা করেন। কারণ তার মতে, দিল্লি ও পাঞ্জাবের সরকার কে ভেঙে ফেলার পরিকল্পনা করেছে কেন্দ্রের শাসক দল। এছাড়াও কেজরিওয়ালের আইনজীবীর দ্বারা বেলের ব্যবস্থা করলেও তা শোকজ করে দেওয়া হয়। 

অন্যদিকে 27 শে মার্চ শিবসেনা দল যখন লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা করেন তাদের দলের সদস্য আমল কীর্তিকার কে সকাল ৯:০০ ঠিক এক ঘণ্টা বাদে ইডি দ্বারা তাকে নোটিশ দেওয়া হয়।

এমনকি কেন্দ্রের শাসক দলও বলছে যে তারা কিভাবে দেশের একনায়কতন্ত্র বিরাজমান ব্যবস্থা শুরু করবে। 

তাই Dhruv Rathee তার এই ভিডিওটির দ্বারা দেশের একনায়কতন্ত্রতা তৈরীর আগে গণতন্ত্রকে বাঁচানোর প্রচেষ্টা চালাচ্ছে। 

দেখুন ভিডিওটি, 

https://youtu.be/JyJd111Ym7U?si=fhsmhMWQpK4x5Vcg

Comments

Popular posts from this blog

এবার প্রভাসের সাথে খলচরিত্রে কোরিয়ান তারকা মা ডং সিউক

মঙ্গলবারেই খুলছে কলেজে ভর্তির পোর্টাল

ভারতে আশ্রয় শেখ হাসিনার, কবে যাচ্ছেন লন্ডন ?