দেশজুড়ে বাড়ছে গরমের দাপট, জেনে নিন কি করবেন

Khabar Time, Admin

New Delhi: আবহাওয়া দফতরের প্রকাশিত টুইট থেকে জানা গেছে, গুজরাটের রাজকোটে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.১ ডিগ্ৰি, বারোদায় ৪০.৪ ডিগ্রি।

পশ্চিম মধ্যপ্রদেশের রতলামে মঙ্গলবার ছিল ৪১ ডিগ্রি তাপমাত্রা আর শিবপুরীতে ছিল ৪০ ডিগ্রি। পশ্চিম রাজস্থানে সবচেয়ে বেশি গরম পড়েছিল ফালোদিতে (৪১.৪)। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৪০.৬, বারাণসীতে ৪০.১ ও ঝাঁসিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি।


গরমের দাপট - Khabar Time

মধ্য মহারাষ্ট্রের জেউর তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রিতে। যা দেশের মধ্যে ছিল সর্বোচ্চ। আর সোলাপুরে ৪০.২ এবং মালেগাঁও-তে ছিল ৪১.৬ ডিগ্রি।

রায়ালসীমা এলাকার নন্দীয়ালে তাপমাত্রা ছিল ৪০.২ আর অনন্তপুরে ছিল ৪০.৩। তামিলনাড়ুর মধ্যে শুধু তিরুপাত্তুরে তাপমাত্রা পৌঁছেছিল ৪১.৬ ডিগ্রিতে। অন্যদিকে কেরলের পালাক্কাদে তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি। দেশের বিভিন্ন জায়গায় গরমের ফলে প্রচণ্ড অস্বস্তিতে পড়তে হয়েছে মানুষকে। অনেকে অসুস্থও হয়ে পড়েছেন। 


ভারতের খরা প্রবনা অঞ্চল
ভারতের খরা প্রবণ অঞ্চল, রাজস্থান ( সৌজন্যে: khabar time) 

এভাবে চলতে থাকলে চলতি মাসেই দেশের বহু জায়গায় খরার প্রবণতা বৃদ্ধি পাবে। সাধারণত কয়লা খনি থেকে কিংবা বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড থেকে শুরু করে মিথেন গ্যাসের প্রবণতা এতটাই বৃদ্ধি পেয়েছে, যার ফলে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আম-জনতার মধ্যে বিভিন্ন এলার্জি জাতীয় রোগের উৎপত্তি ঘটছে।

Comments

Popular posts from this blog

এবার প্রভাসের সাথে খলচরিত্রে কোরিয়ান তারকা মা ডং সিউক

মঙ্গলবারেই খুলছে কলেজে ভর্তির পোর্টাল

ভারতে আশ্রয় শেখ হাসিনার, কবে যাচ্ছেন লন্ডন ?