কলকাতা শহরে বে-আইনি নির্মাতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন ফিরাদ হাকিম

Khabar Time, Admin


"এনাফ ইজ এনাফ। বে-আইনি নির্মানের দিন শেষ" এমনই কড়া হুমকি দিলেন মেয়র ফিরাদ হাকিম


Kolkata: বেআইনি নির্মাণে জিরো টলারেন্স কলকাতা পুরসভার। সোমবার কলকাতা পুরসভার কাউন্সিল চেম্বারে জরুরী বৈঠকে বসেন পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে ফিরাদ হাকিম। 

"এনাফ ইজ এনাফ। বেআইনি নির্মাণের দিন শেষ। বেআইনি নির্মাণ করে যারা কলকাতাতে নষ্ট করছে তাদের দিন শেষ।"- কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বেআইনি নির্মাণের প্রোমোটারদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন ফিরহাদ হাকিম।বিল্ডিং বিভাগের আধিকারিকদের প্রতি বার্তা দিলেন, "নজর রাখুন কোথায় এলবিএস রা রেজিগনেশন দিচ্ছে। সেই বিল্ডিং এর গায়ে বড় করে লিখে দিন বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড


Firad Hakim, Mayor Kolkata Corporation


"ডোন্ট গো বিফোর এনি প্রেসার। কোনো চাপের কাছে নতি স্বীকার নয়। কোন রাজনৈতিক নেতা কিংবা এমপি, কাউন্সিলরের চাপের কাছে মাথা নত করবেন না কেএমসি একটি অনুযায়ী কাজ করবেন।কেউ কোন চাপ দিলে বলবেন," মেয়র ফিরাদ হাকিম। 

22 মার্চ, গার্ডেনরিচের বহুতল পাশাপাশি লাগানো বাড়ির বিধ্বংসী হয়ে যাওয়ার ঘটনার জেরে কলকাতা পৌরসভার নজর সকল বেআইনি বহুতল বাড়ি। কিন্তু নিজের বক্তব্যে অনর ফিরহাদ হাকিম। 

সাংবাদিকদের সামনে তিনি বললেন, " যে সকল বিরোধী নেতারা কলকাতা পৌরসভার দিকে আঙুল তুলছেন এক্ষেত্রে কেবল দায়ী বেআইনি নির্মাতা অর্থাৎ কিছু প্রোমোটাররা যারা অর্থের লোভে এগুলি করছেন সেগুলির ক্ষেত্রে কলকাতা পৌরসভা নজরে রাখবে এবং এই শহরে আরও বেআইনিভাবে দুটি পাশাপাশি বহুতল বাড়ির মালিকদের কাছে সরকারি নোটিশ পৌঁছে যাবে এবং সেগুলি শীঘ্রই ভেঙে ফেলা হবে। "

এই নিয়ে শাসকদলের প্রতি ক্ষোভ উগড়ে দিচ্ছেন বহু বিরোধী দলের নেতারা। 


Comments

Popular posts from this blog

এবার প্রভাসের সাথে খলচরিত্রে কোরিয়ান তারকা মা ডং সিউক

মঙ্গলবারেই খুলছে কলেজে ভর্তির পোর্টাল

ভারতে আশ্রয় শেখ হাসিনার, কবে যাচ্ছেন লন্ডন ?