এবছরের মাধ্যমিকের ফল প্রকাশ কী আগামী মাসেই হবে ? দেখে নিন মধ্যশিক্ষা পর্ষদ কি বলল,

Khabar Time, Admin

West Bengal: ২০২৪ সালের মাধ্যমিকের ফল কি প্রকাশিত হতে চলেছে আগামী ২০ এপ্রিল ? 

এই প্রশ্ন নিয়ে আপাতত আলোচনা তুঙ্গে। মধ্যশিক্ষা পর্ষদ বিষয়ে সরকারিভাবে কিছু দিন বাদে জানাবে।


Madhyamik Result 2024
মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ 2024, Khabar Time

মধ্যশিক্ষা পর্ষদ: ২০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। পরীক্ষা শেষ হওয়ার ৬৮ দিনের মাথায় পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন। মাধ্যমিক শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় গত বছর ফল প্রকাশিত হয়। এবার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে হওয়ায় রেজাল্ট প্রকাশের সময়সীমা কম হতে পারে, সূত্রে খবর। 

লোকসভা নির্বাচনের জন্য চলতি বছর এগিয়ে নিয়ে আসা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। আবার পরীক্ষার ফল প্রকাশের সময় পর্ষদকে মাথায় রাখতে হচ্ছে লোকসভা নির্বাচনের বিষয়টি।


Madhyamik Exam 2024 - Khabar Time

পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। তারপর পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ রয়েছে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। প্রথম দুদফার মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তবে সরকারিভাবে দিনক্ষণ এখনো জানানো হয়নি।


WBBSE - Madhyamik Result 2024 - Khabar Time
WBBSE Madhyamik Exam Result out Link on Board Page

মাধ্যমিকের ফল অনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন। অনলাইনে রেজাল্ট দেখার জন্য ভিজিট করতে হবে wbresults.nic.in -এ। এরপর হোমপেজে ক্লিক করতে হবে West Bengal Board of Secondary Exam Results 2024 অপশনে। নতুন পেজ খুলে গেলে নির্দিষ্ট জায়গায় দিতে হবে রোল নম্বর ও জন্ম তারিখ। এরপর ক্লিক করতে হবে সাবমিট বটনে।

Comments

Popular posts from this blog

এবার প্রভাসের সাথে খলচরিত্রে কোরিয়ান তারকা মা ডং সিউক

মঙ্গলবারেই খুলছে কলেজে ভর্তির পোর্টাল

ভারতে আশ্রয় শেখ হাসিনার, কবে যাচ্ছেন লন্ডন ?