২০ বছরেও এমন সূর্যগ্রহণ দেখা যাবে না
Khabar Time, Admin
Full Solar Eclipse 2024: শুরু হয়ে গেল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ৯ টা ১২ মিনিট ৩ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হয়ে গিয়েছে। চলবে সোমবার (ইংরেজি মতে মঙ্গলবার) রাত ২ টো ২২ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত।
সোমবার, 8ই এপ্রিল, 2024 -এর সূর্যগ্রহণ ছিল উত্তর আমেরিকার কিছু অংশ, মেক্সিকো থেকে কানাডা পর্যন্ত প্রসারিত এবং সংলগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে একটি ব্যান্ডের মধ্যে দৃশ্যমান একটি সম্পূর্ণ সূর্যগ্রহণ। একটি সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে যায়, যার ফলে পৃথিবীর দর্শকদের জন্য সূর্যের চিত্রটি অস্পষ্ট হয়।
যে সব ভারতীয়রা অনলাইনে সূর্যগ্রহণ দেখতে ইচ্ছুক, তাঁরা বিস্ময়কর এই ঘটনার লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারেন। এ জন্য নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংকে যেতে পারেন। সেখান থেকেই দেখতে পারেন এই দৃশ্য। ভারতের আকাশে সূর্যাস্ত হয়েছে অনেক আগেই। ফলে এখান থেকে এই গ্রহণ দেখা যাবে না।
Comments
Post a Comment