Posts

Showing posts from May, 2024

Weather Alert: বাংলায় আছড়ে পড়বে "রেমাল"

Image
Khabar Time, Admin Kolkata: ভোটের মুখে পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে চলেছে। কবে থেকে শুরু বৃষ্টিপাত ?   ভোটের মুখে পশ্চিমবঙ্গে এই দীর্ঘদিনের গরমের ফলে নিম্নচাপের সৃষ্টি হয় যার ফলশ্রুতি হিসেবে বঙ্গোপসাগরে এক বিরাট ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। রোম দেশ নাম দেন রেমাল। ২৪ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং শনিবার ও রবিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনায়। প্রশাসনের তরফ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কবার্তা। প্রায় ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে বঙ্গে। রবিবার মধ্যরাত থেকে প্রায় উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণ ২৪ পরগনায় ১০০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হবে।  এতে তাপমাত্রা স্বস্তি অনেকটাই পাওয়া যাবে তবে বহু জায়গায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা মারাত্মক। 

রাজ্যে পঞ্চম দফা ভোট গ্রহণের হার %

Image
  Khabar Time, Admin West Bengal: পঞ্চম দফা লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ রাজ্যে সাতটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণের শতাংশের হারে কোন লোকসভা কেন্দ্রটি এগিয়ে আছে ?  পঞ্চম দফা লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ রাজ্যে একাধিক জায়গায় বিভিন্ন রাজনৈতিক মহলে নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচশা দেখা যায় তার পাশাপাশি বহু জায়গায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়।  পঞ্চম দফায় ভোট পড়ল রাজ্যে প্রায় 73 শতাংশ এবং এর মধ্যে আরামবাগ লোকসভা কেন্দ্রে 76.90 শতাংশ ভোট হাড় বেশি পরেছে অন্যান্য লোকসভা কেন্দ্রের চেয়ে। বনগাঁ লোকসভায় ৭৫.৭৩ শতাংশ, ব্যারাকপুর লোকসভায় ৬৮.৮৪ শতাংশ, হাওড়া লোকসভায় ৬৮. ৮৪ শতাংশ, উলবেরিয়া লোকসভায় ৭৪.৫০ শতাংশ, শ্রীরামপুর লোকসভায় ৭১.১৮ শতাংশ, হুগলি লোকসভায় ৭৪.১৭ শতাংশ, এবং আরামবাগ লোকসভার ৭৬.৯০ শতাংশ। 

Kolkata Weather Alert: কবে থেকে দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ?

Image
Khabar Time, Admin Kolkata: রাজ্যে পঞ্চম দফার ভোট-গ্রহণের দিন থেকেই সারা সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।