Weather Alert: বাংলায় আছড়ে পড়বে "রেমাল"

Khabar Time, Admin

Kolkata: ভোটের মুখে পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে এক ভয়াবহ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে চলেছে। কবে থেকে শুরু বৃষ্টিপাত ?  

Remal cyclone, West Bengal

ভোটের মুখে পশ্চিমবঙ্গে এই দীর্ঘদিনের গরমের ফলে নিম্নচাপের সৃষ্টি হয় যার ফলশ্রুতি হিসেবে বঙ্গোপসাগরে এক বিরাট ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। রোম দেশ নাম দেন রেমাল। ২৪ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং শনিবার ও রবিবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর 24 পরগনা সহ দক্ষিণ 24 পরগনায়। প্রশাসনের তরফ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কবার্তা। প্রায় ৯০ থেকে ১২০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে বঙ্গে। রবিবার মধ্যরাত থেকে প্রায় উত্তর ২৪ পরগনা সহ দক্ষিণ ২৪ পরগনায় ১০০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় সৃষ্টি হবে। 
Remal Cyclone Radar

এতে তাপমাত্রা স্বস্তি অনেকটাই পাওয়া যাবে তবে বহু জায়গায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা মারাত্মক। 



Comments

Popular posts from this blog

এবার প্রভাসের সাথে খলচরিত্রে কোরিয়ান তারকা মা ডং সিউক

মঙ্গলবারেই খুলছে কলেজে ভর্তির পোর্টাল

ভারতে আশ্রয় শেখ হাসিনার, কবে যাচ্ছেন লন্ডন ?