মঙ্গলবারেই খুলছে কলেজে ভর্তির পোর্টাল

 Khabar Time, Admin

College Admission 2024-25: রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল : 

College Admission: রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল :

Kolkata: রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালেই আবেদন করে এবার রাজ্যের কলেজে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবেন। অনলাইনে ২০টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন । কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করবে রাজ্য সরকার। এমনই খবর সূত্রের। 

College Admission 2024


গত ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। তারপরে এক মাসের বেশি সময় কেটে গিয়েছে। এখনও পর্যন্ত কলেজে ভর্তির ব্যাপারে রাজ্য সরকার কোনও উচ্চ-বাচ্য করছে না । এরই জানা যায়, আগামী মঙ্গলবারই সরকার নতুন বিধি প্রকাশ্যে আনছে। সেখানে একটা পোর্টালেই গোটা রাজ্যজুড়ে ভর্তির আবেদন করা যাবে। অর্থাৎ, কলেজে-কলেজে গিয়ে ফর্ম তোলা, ছাত্র সংসদের পাল্লায় পড়া বা বিভিন্ন রকমের কায়দায় জড়িয়ে পরার মতো অভিযোগ আর নয়। গোটা রাজ্যের যে কোনও জায়গা থেকে যে কোনও ছাত্র-ছাত্রী অনলাইনে আবেদন করতে পারবেন। একজন ছাত্র বা ছাত্রী ২০টিরও বেশি জায়গায় আবেদন করতে পারবেন। 
রাজ্যভিত্তিক অভিন্ন পোর্টাল পশ্চিমবঙ্গে এবারই প্রথম। এর পাশাপাশি সূত্রের আরও খবর, কলেজভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হবে, সেটাও হবে রাজ্যস্তর থেকে। অর্থাৎ, ছাত্র সংসদ, কলেজ প্রশাসন বা কলেজ কর্তৃপক্ষের ভর্তি সংক্রান্ত বিষয়ে কোনও প্রত্যক্ষ যোগাযোগ থাকছে না। একটা অভিন্ন পোর্টালের মাধ্যমে সরাসরি ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।


নজর রাখুন পরবর্তী খবরের জন্য,        

                                                            Khabar Time by Admin

Comments

Popular posts from this blog

এবার প্রভাসের সাথে খলচরিত্রে কোরিয়ান তারকা মা ডং সিউক

ভারতে আশ্রয় শেখ হাসিনার, কবে যাচ্ছেন লন্ডন ?