Khabar Time, Admin College Admission 2024-25: রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল : Kolkata : রাজ্যের সমস্ত কলেজে ভর্তিতে অবশেষে অভিন্ন পোর্টাল। একটি পোর্টালেই আবেদন করে এবার রাজ্যের কলেজে ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবেন। অনলাইনে ২০টিরও বেশি কলেজে করা যাবে ভর্তির আবেদন । কেন্দ্রীয়ভাবে প্রকাশিত হবে কলেজ ভিত্তিক মেরিট লিস্ট। মঙ্গলবার কলেজে ভর্তির নতুন বিধি ঘোষণা করবে রাজ্য সরকার। এমনই খবর সূত্রের। গত ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। তারপরে এক মাসের বেশি সময় কেটে গিয়েছে। এখনও পর্যন্ত কলেজে ভর্তির ব্যাপারে রাজ্য সরকার কোনও উচ্চ-বাচ্য করছে না । এরই জানা যায়, আগামী মঙ্গলবারই সরকার নতুন বিধি প্রকাশ্যে আনছে। সেখানে একটা পোর্টালেই গোটা রাজ্যজুড়ে ভর্তির আবেদন করা যাবে। অর্থাৎ, কলেজে-কলেজে গিয়ে ফর্ম তোলা, ছাত্র সংসদের পাল্লায় পড়া বা বিভিন্ন রকমের কায়দায় জড়িয়ে পরার মতো অভিযোগ আর নয়। গোটা রাজ্যের যে কোনও জায়গা থেকে যে কোনও ছাত্র-ছাত্রী অনলাইনে আবেদন করতে পারবেন। একজন ছাত্র বা ছাত্রী ২০টিরও বেশি জায়গায় আবেদন করতে পারবেন। রাজ্যভিত্তিক অভিন্ন পোর্টাল পশ্চিমবঙ্গে এবারই প
Comments
Post a Comment