"এনকাউন্টার করে মারার আইন আনা উচিত" : অভিষেক
Khabar Time, Admin Kolkata: আরজিকর হাসপাতালের খুন ও ধর্ষণকাণ্ডে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু মুখ খোলাই নয় এরকম অপরাধের ক্ষেত্রে অপরাধীর বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডায়মন্ড হারবারারের সাংসদ। এদিন তিনি বলেন, "যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক ও নারকীয়। রাজ্য সরকারের অবস্থানের কথা মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু আমাদের দেশের আইন এমন যে আমরা চাইলেও অনেককিছু করতে পারি না। আমাদের হাত বাঁধা। এরকম ঘটনা যারা ঘটনায় তাদের বেঁচে থাকার অধিকার নেই। বিচার হবে, রায় হবে। তারপর তাদের ফাঁসি কিংবা যাবজ্জীবন কারাদণ্ড হবে । কিন্তু যে ঘটনা ঘটিয়েছে সে পুলিস, নাকি ইঞ্জিনিয়ার, খেলোয়াড়া নাকি রাঁধুনি, নাকি আর্কিটেক্ট তা দেখার প্রয়োজন নেই।" সৌজন্যে: ফেসবুক অভিষেক বলেন, "প্রতিটি ঘটনা নিয়ে রাজনীতি করা আমাদের একটা কালচার হয়ে গিয়েছে। কয়েকটি রাজনৈতিক দল পতাকা নিয়ে বসে পড়েছে। আমরা যদি সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হোক তাহলে আইনসভায় সংশোধন করে অর্ডিন্যান্স আনুন, ৬ মাস পরে বিল আনুন যাতে সাত দিনের মধ্যে বা এক মাসের মধ্যে এদের ব্যবস্থা হয়। যাদের সরকার রয়েছে তারা অর্ডিন্যান্স করে ইড