ভারতে আশ্রয় শেখ হাসিনার, কবে যাচ্ছেন লন্ডন ?
Bangladesh: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে দিল্লিতে আশ্রয় নেন।
গতকাল দুপুর ২:৩০ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদ থেকে ইস্তফা দেন সাংবাদিক বৈঠকের মাধ্যমে। পদত্যাগের পরই তিনি দেশ ছাড়েন বোন রেহানাকে নিয়ে। পাশাপাশি জরুরি আলোচনায় বসেছেন সেনাপ্রধানরা।
সূত্রের খবর, প্রথমে বাংলাদেশ ছেড়ে হেলিকপ্টারে ভারতের আগরতলায় আসেন শেখ হাসিনা। সেখান থেকে দিল্লি হয়ে রওনা দেবেন লন্ডনের পথে। এদিকে হাসিনার গণভবন ছাড়ার পরই তার দখল নিয়েছিল বাংলাদেশের জনতা।
বাংলাদেশের এই জন অভ্যুথানে ভারতের বিভিন্ন সীমান্ত সিল করে দেওয়া হয়েছে যাতে তার আঁচ না পড়ে এই দেশে। কলকাতায় বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিকরাও জরুরি আলোচনায় বসেছেন।
ওই দিনই শেখ হাসিনা দিল্লি পৌঁছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশ মন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সাথে বৈঠক করেন।
সূত্রে খবর, শেখ হাসিনার মঙ্গলবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা স্থগিতাদেশ দেওয়া হয়। আপতত তিনি দিল্লির V. V. I. P SECURITY GUEST HOUSE থাকবেন।
নজর রাখুন পরবর্তী খবরের জন্য,
Comments
Post a Comment